মাগুরা ঢাকা রোড বা ভায়না মোড় হতে শ্রীপুর উপজেলা ১৬ কিলোমিটার দুরত্ব।দুইটি স্থান হতে বাস বা মোটর সাইকেল বা নিজস্ব যেকোনো পরিবহনে শ্রীপুর পৌছানো সম্ভব।শ্রীপুর উপজেলা হতে কাদিরপাড়া ইউনিয়নের দুরত্ব ১০ কিলোমিটার । শ্রীপুর উপজেলা হতে বাস বা মোটর সাইকেল বা নিজস্ব যোকোনো পরিবহনে কাদিরপাড়া ইউয়িনে যাওয়া যায়।