সভা নং—০১
..স্থানঃ কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
তারিখঃ ২০—০২—২০২২ খ্রিঃ, সময় বেলাঃ ৩.০০টা
জনাব মোঃ আইয়ুব হোসেন খাঁন,চেয়ারম্যান, ৬নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ, পোষ্টঃ রাধানগর গ্রাম,উপজেলাঃ শ্রীপুর,মাগুরা। অদ্যকার সভার সভাপতি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছান্তে ১ম সভার কার্য শুরু করেন।
১। মোঃ ওয়াসিম আকরাম ,উপজেলা সমাজসেবা অফিসার ও রিটানিং অফিসার কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১ শ্রীপুর,মাগুরার, স্বারক নং—৪১.০১.৫৫৯৫.০০০.১৬.০০১.২১.২৬০ তাং—১১—১১—২০২১ খ্রিঃ মোতাবেক জানা গিয়েছিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট (ক) মনোনয়ন পত্র দাখিলের শেখ তারিখ—২৫—১১—২০২১ বৃস্থপতিবার, (খ) মনোনয়ন পত্র বাছাইয়ের তাং—২৯—১১—২০২১ সোমবার, (গ) প্রার্থীতা প্রত্যাহারের শেষ ,তারিখ—০৬—১২—২০২১ সোমবার, (ঘ) ভোট গ্রহণের তারিখ—২৬—১২—২০২১ রবিবার।
উক্ত ভোট গ্রহণের দিন ছিল সুন্দর ও স্বাভাবিক কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ইউ.পি নির্বাচন—২০২১ অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ন হয়েছে। এজন্য অত্র সভা নির্বাচন পরিচালনাকারী কতৃর্পক্ষকে ধন্যবাদ জানান।
উক্ত নির্বাচনে জনাব মোঃ আইয়ুব হোসেন খাঁন বিপুল পরিমান ভোট বেশী পেয়ে আগামী ৫ (পাঁচ) বছরের জন্য কাদিরপাড়া ইউ,পি চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন। কাদিরপাড়া ইউ,পি সচিব (অঃদাঃ) ইউডিসিদ্বয় ও সকল গ্রাম পুলিশ বৃন্দ সকলেই নব—নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের স্বাগত/শুভেচ্ছা জানান এবং তাদের সকলের , সুখ,শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
অদ্য ২০—০২—২০২২ ইং তারিখ বেলা ২.৩০ টায় বিদায়ী চেয়ারম্যান জনাব মোঃ লিয়াকত আলী বিশ্বাস, নব—নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব হোসেন খাঁন সকলের উপস্থিততে সকলের সম্মূখে কাদিরপাড়া ইউ,পির সার্বিক দায়— দায়িত্ব / চার্জ হস্থান্ত করেন। এ প্রেক্ষিতে অদ্য ২০—০২—২০২২ ইং তারিখ বেলা ৩.০০ টায় কাদিরপাড়া ইউ,পি কার্যালয় নব নির্বাচিত পরিষদের ১ম সভা হিসাবে এ সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব হোসেন খান ১ম সভাতেই উপস্থিত সকল মেম্বরদের সরকারী আদেশ , নির্দেশ মোতাবেক শান্তি শৃংঙ্খলা সহকারে ইউনিয়ন পরিষদের সার্বিক কাজ কর্ম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলেকে অশেষ ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
মোঃ আইয়ুব হোসেন খাঁন
চেয়ারম্যান
৬নং কাদিরপাড়া ইউপি
শ্রীপুর,মাগুরা।
স্বারক নং—কা.ইউ.পি/২০২২—১৭ (৫)—১ তারিখঃ ২০.০২.২০২২ খ্রিঃ
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরিত হলো।
১। জেলা প্রশাসক, মহোদয়
মাগুরা।+
২। চেয়ারম্যান
উপজেলা পরিষদ
শ্রীপুর,মাগুরা।
৩। উপজেলা নির্বাহী অফিসার
শ্রীপুর,মাগুরা।
৪। উপজেলা নির্বাচন অফিসার
শ্রীপুর,মাগুরা।
৫। অফিস কপি। মোঃ আইয়ুব হোসেন খাঁন
চেয়ারম্যান
৬নং কাদিরপাড়া ইউপি
শ্রীপুর,মাগুরা।
উপস্থিত সভ্যগণ:
০১)জনাব পারভীন সুলতানা রুমু (চয়ারম্যান) স্বাক্ষরিত
০২)জনাব ফাতেমা বেগম সদস্য স্বাক্ষরিত
০৩)জনাব মো:ইসলাম শেখ সদস্য স্বাক্ষরিত
০৪)জনাব মো:শাহিদুল ইসলাম সদস্য স্বাক্ষরিত
০৫)জনাব মো: আরিফুল ইসলাম সদস্য স্বাক্ষরিত
০৬)জনাব মো: মোরাদ মোল্যা সদস্য স্বাক্ষরিত
০৭)জনাব জয়ন্ত কুমার রায় সদস্য স্বাক্ষরিত
০৮)জনাব রমেশ চন্দ্র ঘোষ সদস্য স্বাক্ষরিত
০৯)জনাব মো:জামাল উদ্দিন গন্যমান্য স্বাক্ষরিত
১০)জনাব মো:কেরামত আলী গন্যমান্য স্বাক্ষরিত
১১)জনাব মো:শাহিন গন্যমান্য স্বাক্ষরিত
১১)জনাব মো:মোব্বাশ্বের হোসেন গন্যমান্য স্বাক্ষরিত
জনাব পারভীন সুলতানা রুমু চেয়ারম্যান, ৬নংকাদিরপাড়া ইউপিউপজেলা,শ্রীপুর,জেলা,মাগুরা।সভাপতির সভাপতিত্বে সভার কায আরম্ভ করা হয়।
০১ নংমন্তব্য:গত সভার কায বিবরণীঅত্র সভায় বিস্তারিত পাঠান্তে সর্বসম্মতি ক্রমে গৃহিত হইল।
০২নং মন্তব্য:সভায় চেয়ারম্যান সাহেব সকলকে জানান যে,ট্যাক্স আদায় মোটেও সন্তোষজনক নয়,তাই আদায় পদ্ধতিরও কিছুটা পরিবতন আবশ্যক।সকলে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করেন।
আলোচনান্তে দেখা যায়,গত বছর ট্যাক্স আদায় ভাল নয়,তাছাড়া মেম্বর ও গ্রামপুলিশের বেতন ভাতা বৃদ্ধির কারণে দপ্তর খরচও দিগুন।তাই ট্যাক্স আদায় বাড়ানোর জন্য ৩,৭,৮,৯
ওয়াড মো:জামাল।১ও২ মো:কুদ্দুস এবং৪,৫,৬ নং ওয়াড মো: সত্তার দফাদার কে ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয়।এছাড়া সাবক্ষনিক মেম্বরগণ তদারকি করবেন মর্মে সবসম্মতি ক্রর্মে সিদ্ধন্ত গৃহিত হয়।
০৩নং মন্তব্য:সভায় অফিস পাহাড়া সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়।দেখা যায় তথ্যও সেবা কেন্দ্র সরঞ্জামসহ অফিসের ২৪ঘণ্টা পাহাড়া থাকা আবশ্যক।তাই দিবারাত্রি ২জন গ্রামপুলিশের পাহাড়ায় থাকার জন্য উপস্থিত সভ্যগণ মৌখিক ওলিখিত ভাবে সভায় উপস্থিত গ্রামপুলিশদের কে নির্দেশ প্রদান করেন।কারণ অফিসের নিরাপত্তার দায়দায়িত্ব দায়িত্বরত গ্রামপুলিশের উপড় বর্তায় এবং কোনরুপভাবে কোন জিনিস চুরি হলে দায়িত্বে থাকা গ্রামপুলিশদের দায়ভার বহন করতে হবে মর্মে সিদ্ধান্ত সবসম্মতিক্রমে গৃহিত হয়।
০৪নং মন্তব্য:অদ্যকার সভায় চেয়ারম্যান সাহেব জানান যে,৬নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সভবন যথাস্থানে বিগত ইং ৩০-১০-২০০৮ তারিখে নির্মিত হয়েছে।উহার দাগ নং ৩৩৫৭,৩৩৬৫ খতিয়ান নং৪৭১ জমির পরিমাণ১.১২ শতক বিদ্যমান আছে।এছাড়া অত্র ইউনিয়নের আরো সম্পত্তি আছে তম্মধ্যে নাকোল বাজার সংলগ্ন ঘাসিয়াড়া মৌজায় দাগ নং৪৪০২ খতিয়ান ২০৩,২০৫ জমির পরিমাণ ২৩ শতক,এছাড়া রাধানগর বাজার সংলগ্ন জমির দাগ নং২৫৬৮ জমির পরিমাণ ২২ শতক বিদ্যমান আছে।উক্ত জমিতে আয় বধক কর্মসূচি/উন্নয়ন বাবদ মাকেট নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে সকলের উদ্দেশ্যে প্রস্তাব রাখেন।বিষয়টি নিয়ে সকলে দীঘক্ষণ বিস্তর আলাপ আলোচনা করেন।
আলোচনান্তে অত্র সভায় সবসম্মতিক্রমে উন্নয়ন খাতের অথ দ্বারা/ভাড়াটিয়াদের নিকট হতে অগ্রীম অথ গ্রহণ করে উল্লেখিত পড়ে থাকা জমিতে ৫তলা বিশিষ্ঠ/সাধরণ মার্কেট নির্মাণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।উল্লেখ থাকে যে,টেণ্ডার/ পি আই সি এর মাধ্যমে কাজটি করা হবে। তবে কাজ করার পূর্বে মার্কেট নিমাণ কাজের উন্নয়ন প্রকল্প যথাযথ কতৃপক্ষের অনুমোদন করে নিতে হবে।
তাই সভায় উপস্থিত সভ্যগণ এই বিষয়ে যথাযথ কতৃপক্ষের অনুমোদ পাবার বিষয়ে কাযকরি পদক্ষেপ গ্রহনের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করেন।
পরিশেষে আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অনুলিপি: সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য
১। উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর,মাগুরা।
২। চেয়ারম্যান উপজেলা পরিষদ,শ্রীপুর,মাগুরা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS